রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নোয়াপাড়া চৌকিদার বাড়ির দিনমজুর বাচ্চু মিয়ার ছেলে মোঃ হাসান নিখোঁজের একদিন পর পুকুরে মৃতদেহ ভেসে ওঠে।
জানা যায়, গতকাল (৯ জুলাই) সকাল ১১টায় হাসান পুকুরে গোসল করে দুপুরের ভাত খেয়ে আবার বাড়ির কয়েকজনকে সাথে নিয়ে খেলতে যায়। পরে খেলা শেষে আবার দুপুর ২টায় পুকুরে গোসল করতে আসে। এরপর থেকেই হাসান নিখোঁজ হয়ে যায়। আজ (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টার সময় হাসানের মৃতদেহ পানিতে ভেসে উঠতে দেখে পাশের বসবাসকারীরা চিৎকার দিয়ে উঠলে মুহুর্তেই উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
খবর পেয়ে ইউপি দফাদার নিরঞ্জন চন্দ্র দাস, স্থানীয় ওয়ার্ড গ্রাম পুলিশ মমিন তাজ ও হাবিবুর রহমান ঘটনাস্থালে আসেন। পরে খবর পেয়ে রামগঞ্জ থানার এস আই মজিবুর রহমান এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।তবে মৃত্যুর ব্যাপারে কাউকে সন্দেহ না করায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করেন।
নিহত হাসানের বাবা শারীরিক অসুস্থ থাকায় তার মা হালিমা বেগম জানান, গতকাল দুপুরে আমার ছেলে হাসান নিখোঁজ হয়। পরে আমরা খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। আজ সোমবার হাসানের মৃতদেহ পুকুরে ভেসে উঠে। ছেলের সাথে কারো শত্রুরা নেই এবং আমাদের সাথেও কারো কোনো শত্রুতাও নেই।তাই আমরা কাউকে দোষারোপ করতে পারছি না।
স্থানীয় মেম্বার মোঃ শফিকুল ইসলাম বলেন, গতকাল নিখোঁজের খবর পেয়ে আমরাও বিভিন্ন স্থানে হাসানের খোজাখুজি করি। এরপর আজ দুপুরে মৃতদেহ ভেসে উঠার খবর শুনে দ্রুত ছুটে আসি। পরিবারের দাবি কেউ মারেনি এবং কারো সাথে শত্রুতা নেই বলে তারা জানান। পরে পুলিশ এসে তদন্ত করে পরিবারের সাথে কথা বলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
No comments:
Post a Comment