রামগঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 19 September 2024

রামগঞ্জে বিএনপির নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ



রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল ও বিএনপি নেতা আব্দুস ছাত্তার লাতুর বিরুদ্ধে বর্তমান পলাতক পৌর কাউন্সিলর রাসেদুল হাসান অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনা এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।  
 এলাকাবাসী জানায়, গত ৫আগস্ট সরকার পতনের দিন ক্ষুদ্ধ জনতা পৌর রতনপুর-আউগানখিল ওয়ার্ডের কাউন্সিলর রাসেদুল হাসানের অবৈধ স্থাপনা ও বসতঘরে হামলা চালায়। এলাকাবাসী কয়েকজন বলেন, পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে রাশেদুল হাসান এলাকায় ব্যাপক চাঁদাবাজি, ভূমি দখল ও মানুষকে জিম্মি টাকা আদায়,মাদক ব্যবসা সহ নানা অপরাধ করে। এতে এলাকাবাসী ও ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে তার এই অবৈধ নির্মাধীন বাড়িসহ রামগঞ্জ শহরে অবস্থিত অফিস, বাসা ও তার ব্যবহারিত গাড়ি ভাংচুর করে। 

 সৃষ্ট ঘটনায় রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপির পৌর কমিটির নির্বাহি সদস্য  আবদুস সত্তার লাতু বলেন,  ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিকে ভুল তথ্য দিয়ে পৌর কাউন্সিলারের বাড়ী ভাংচুর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনাম  কাউন্সিল রাশেদুল মিথ্যা সংবাদ প্রকাশ করায় আমি তার প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত পক্ষে কাউন্সিলর রাশেদুল হাসান আমার ক্রয়কৃত জাগায় জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ কাজ শুরু করে। সে গোলাম মোস্তফা গং থেকে লিখিত একটি কাগজ নিয়ে জোর করে ভবন নির্মাণ করে। অথচ গোলাম মোস্তফা গং কে গত ১৯ নভেম্বর ২০০৩ইং রামগঞ্জ সহকারী জজ আদালত থেকে স্থায়ী ভাবে উক্ত ভূমিতে প্রবেশ সম্পুর্ন নিষেধাজ্ঞা জারি করে। এছাড়াও এলাকায় নানা অপরাধে এলাচুত্য হয়ে পলাতক কাউন্সিলর রাসেদুল হাসান আমার বিরুদ্ধে নানা ভাবে অপপ্রচার চালানো অব্যাহত রেখেছে। তার সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages