নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭মার্চ রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন খান এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, সাবেক মেয়র বেলাল আহমেদ প্রমুখ।
এসময আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর , মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ, মানিক মাল, রামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবু তাহের৷
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষন প্রদর্শন করেন৷
No comments:
Post a Comment