রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি::
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন ৭ মার্চ ২০২১ আয়োজন করেছেন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পুলিশ।রবিবার বিকাল রামগঞ্জ থানায় এই আনন্দ উদযাপন অনুষ্ঠান হয়।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক পাইমের সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ২৭৪ লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ সদস্য ড. আনেয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়া, নাছির উদ্দীন চৌধুরী, মাহেনারা পারভীন পান্না, বিআরডিবির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া , রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির মাস্তান, সাধারন সম্পাদক কাউছার হোসেনসহ প্রমুখ।
No comments:
Post a Comment