সবার কাছে দোয়া কামনায় ইউএনও রামগঞ্জ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 1 April 2020

সবার কাছে দোয়া কামনায় ইউএনও রামগঞ্জ



মোঃ ছায়েদ হোসেনঃ
কাজ পাগল বিরামহীন ছুটে চলা এক মহীয়সী নারী
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিন জাহান করোনা ভাইরাস সংক্রমন রোধে,  অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্যবৃদ্ধিরোধে অভিযান, দায়িত্বপালনে অাপোষহীন, মানবিকতায় মায়ের মত, দানের ক্ষেত্রে উদার, কর্মক্ষেত্র অত্যান্ত বিচক্ষন , অাইনের ক্ষেত্রে কঠোর, তিন্নমুল পর্যায় গিয়ে ত্রান বিতরনসহ সরকারী নির্দেশনা যথাযথ বাস্তবায়নেবিরামহীন পরিশ্রম করে শারীরিক দূর্বলতা জনিত অসুস্থ হয়ে পড়েন। 
কিন্তু সমাজের প্রতি উনার আন্তরিক ছুটে চলা আমার ব্যক্তিগত দৃষ্টি কেড়েছে। তাই সমাজের প্রয়োজনে এই সাহসী কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং নেক হায়াৎ কামনা করি। তাই আসুন এখন সময় আছে সবাই মিলে একটু সচেতন হই এবং বাংলাদেশকে একটি করোনা মুক্ত দেশ হিসেবে গড়ে।  সবাই মিলে আল্লাহ কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। অামিন

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages