দশমিনায় চাঁদপুরা ১টি মীল আগুনে পুরে ভস্মিভূত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 1 April 2020

দশমিনায় চাঁদপুরা ১টি মীল আগুনে পুরে ভস্মিভূত




এইচ.এম আবু তাহের খান
দশমিনা প্রতিনিধি: 
দশমিনায় ১টি মীল আগুনে ভস্মিভূত
পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা বাজারে রাত্র  ২টায় ১টি স্বমীলে থাকা কারেন্টের ৭টি মটার ও মেশিন ঘরসহ আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ মনির শিকদার স্বমীলঘরের সংলগ্নে স্বমীলের গুড়িতে (গাছের গুড়ি) কে বা কাহারা সিকারেটের আগুন ফেলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে মীল মালিক ও স্থানিয় জনগন জানিয়েছেন।


 অগ্নিকান্ডে মোঃ মনির শিকদার, মেশিনাদিসহ  স্বমীলঘরটি সম্পূর্ণ রুপে পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও থানা পুলিশসহ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে নেয়। এতে প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages