কলাপাড়া হাসপাতালে এমপি মহিবের নিরাপত্তা সামগ্রী বিতরণ। - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 31 March 2020

কলাপাড়া হাসপাতালে এমপি মহিবের নিরাপত্তা সামগ্রী বিতরণ।




ইমাম হোসেন হিমেল পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত।এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে   পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিজ অর্থায়নে স্বাস্থ্য কর্মীদের মাঝে নিরাপত্তাসামগ্রী বিতরণ করেছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।  মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য নিরাপত্তা সামগ্রী এবং কলাপাড়া থানায় নিরাপত্তা কর্মীদের জন্য মাস্ক বিতরণ করেন। এমপির কার্যক্রমে সহায়তা করেছেন তার সহধর্মিনী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা।  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহীদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা:জে.এইচ. খান লেলিন, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রমূখ। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages