লক্ষ্মীপুরে সাংবাদিকের সাথে অসদাচরণের ঘটনায় ট্রাফিক পুলিশের নিহার রঞ্জন ক্লোজ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 28 March 2020

লক্ষ্মীপুরে সাংবাদিকের সাথে অসদাচরণের ঘটনায় ট্রাফিক পুলিশের নিহার রঞ্জন ক্লোজ


লক্ষ্মীপুর  প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে খাদ্যপণ্যবাহী রিক্সা চালককে মারধর ও স্থানীয় সাংবাদিকের সাথে অসদাচরণের দায়ে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জনকে ক্লোজ করেছেন জেলা পুলিশ। (২৮ মার্চ) শনিবার দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
জানা যায়, সকাল ১১টার দিকে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বোঝায় করে একটি রিক্সা শহরের শাখাড়ীপাড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে হঠাৎ ট্রাফিক পুলিশের এটিএসআই নিহার রঞ্জন মোটরসাইকেল নিয়ে এসে রিক্সাটির গতিরোধ করে চালককের কলার চেপে ধরে মারধর শুরু করে। এসময় সময় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক মাহবুবুল ইসলাম ভূঁইয়া অসহায় রিক্সা চালককে অহেতুক মারধর করতে দেখে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এতে ওই এটিএসআই ক্ষিপ্ত হয়ে তাঁর উপরেও চড়াও হয় এবং গালমন্দ শুরু করে। কথা কাটাকাটি এক পর্যায়ে সরকারি কাজে বাধা দেয়ার মিথ্যা অভিযোগ তুলে ওই সাংবাদিককে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন তিনি। পরে ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা এসে তাকে নিভূত করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ওই এটিএসআই নিহার রঞ্জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান। এছাড়াও কোন পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানী না করার জন্য জেলার পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।
এ ঘটনায় পুলিশ সুপার তড়িৎ ব্যবস্থা নেয়ায় সন্তোষ প্রকাশ করেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages