লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনীর টহলের বার্তা পেয়ে বিভিন্ন হাটবাজার ও উপজেলা অভ্যন্তরীণ সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে। এছাড়াও জনসচেতনতায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন সহ সকল জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, পণ্যবাহী ট্রাকছাড়া মোটরসাইকেলসহ সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ। ওষুধের ফার্মেসি, মুদি ও কাঁচা পণ্যের দোকান ছাড়া চায়ের দোকানসহ অন্যসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুদি ও কাঁচা পণ্যের দোকান সন্ধ্যা ৬ টার আগে বন্ধের নির্দেশনায় জেলাব্যাপী মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল জানান, করোনা প্রতিরোধে জেলায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। এ সংকট মোকাবেলায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।
No comments:
Post a Comment