লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এস অাই মহসিন চৌধুরী দীর্ঘদিন থেকে গরীব অসহায় মানুষের সেবা করে একজন মানবতার কর্মী হিসেবে সবার কাছে সুপরিচিত। পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে ও যোগ্যতার সহিত দায়িত্ব পালনে চট্রগ্রাম বিভাগ ও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসঅাই হিসাবে ৮ থেকে ১০বার স্বীকৃতি লাভ করেন।
করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের এ সংকটময় মূহুর্তে জীবন জীবিকা নিয়ে দূচিন্তাগ্রস্থ দিনমজুর, গরীব-অসহায় ৫০টি পরিবারের পাশে সেই এসঅাই মহসিন চৌধুরী চাল, ডাল , তৈল,পেয়াজ, রসুন, অালু, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অাজ শনিবার উপজেলার ভোলাকোট ও ভাদুর ইউনিয়নের ২৫টি পরিবারের প্রত্যেকের নিজ বাড়িতে বাড়িতে গিয়ে এ সামগ্রী বিতরন করেন।
No comments:
Post a Comment