রামগঞ্জে গরীব অসহায়দের পাশে এসঅাই মহসিন চৌধুরী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 28 March 2020

রামগঞ্জে গরীব অসহায়দের পাশে এসঅাই মহসিন চৌধুরী




লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা এস অাই মহসিন চৌধুরী দীর্ঘদিন থেকে গরীব অসহায় মানুষের সেবা করে একজন মানবতার কর্মী হিসেবে সবার কাছে সুপরিচিত। পাশাপাশি তিনি কর্মক্ষেত্রে ও যোগ্যতার সহিত দায়িত্ব পালনে চট্রগ্রাম বিভাগ ও লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ এসঅাই হিসাবে ৮ থেকে ১০বার স্বীকৃতি লাভ করেন। 
করোনা ভাইরাসকে কেন্দ্র করে দেশের এ সংকটময় মূহুর্তে জীবন জীবিকা নিয়ে দূচিন্তাগ্রস্থ দিনমজুর, গরীব-অসহায় ৫০টি পরিবারের পাশে সেই এসঅাই মহসিন চৌধুরী চাল, ডাল , তৈল,পেয়াজ, রসুন, অালু, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অাজ শনিবার উপজেলার ভোলাকোট ও ভাদুর ইউনিয়নের ২৫টি পরিবারের প্রত্যেকের নিজ বাড়িতে বাড়িতে গিয়ে এ সামগ্রী বিতরন করেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages