করোনায় আক্রান্ত হয়ে গোপন করলে জেল-জরিমানা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 12 March 2020

করোনায় আক্রান্ত হয়ে গোপন করলে জেল-জরিমানা

নিউজডেস্কঃ 
কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তা গোপন করলে দুই মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি জানা সত্ত্বেও ইচ্ছেকৃভাবে করোনাভাইরাসে আক্রান্তের তথ্য গোপন করলে দুই মাসের কারাদণ্ড বা ২৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। সংক্রামক রোগে আক্রান্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল, স্থাপনা বা গৃহে অন্তরীণ (Quarantine) রাখা বা পৃথককরণ (Isolation) করে রাখা হবে।

এতে আরো বলা হয়, কোনো সংক্রমিত ব্যক্তিকে বিচ্ছিন্ন করা না হলে তার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি সংক্রমিত হতে পারেন, তাহলে এই ব্যক্তিকে সাময়িকভাবে অন্য কোনো স্থানে স্থানান্তর বা জনবিচ্ছিন্ন করা যাবে।

মিথ্যা বা ভূল তথ্য প্রদানের অপরাধ ও দণ্ড - (১) যদি কোনো ব্যক্তি সংক্রামক রোগ সম্পর্কে সঠিক তথ্য জ্ঞাত থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রদান করেন তাহলে ওই ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে; (২) যদি কোনো ব্যক্তি (এই ধারার) উপধারা (১)-এর অধীন কোনো অপরাধ করেন, তাহলে তিনি অনূর্ধ্ব ২ (দুই) মাস কারাদণ্ডে, বা অনূর্ধ্ব ২৫ (পঁচিশ) হাজার টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages