রামগঞ্জ সমিতির বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি আলমগীর, সম্পাদক সেলিম - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 13 March 2020

রামগঞ্জ সমিতির বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি আলমগীর, সম্পাদক সেলিম




রামগঞ্জ প্রতিনিধি:ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শেষ হলো লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রাচিনতম সমিতির বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২০২০,আজ শুক্রবার ১৩ ই মার্চ সকাল ০৭ ঘটিকা থেকে ভোটগ্রহন শুরু হয়ে চলে বেলা ১২:০০ টা পর্যন্ত।প্রার্থী, ভোটার,ব্যাবসায়ী, প্রশাসন গণমাধ্যমকর্মী সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়দের উপস্থিতিতে সকল আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১ টায় ফলাফল ঘোষণা স্হানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। 
এবারের নির্বাচনে প্রায় আড়াই শতটি ব্যাবসা প্রতিষ্ঠানের মোট ভোটার সংখ্যা ছিল ২৪২ জন।
এতে আলমগীর শেখ চেয়ার মার্কা প্রতিকে ১২৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মন্নান ছাতা মার্কা প্রতিকে ৯২ ভোট ও বরকত উল্যা মনা হারিকেন মার্কা প্রতিকে ০৭ ভোট পান। 


সাধারণ সম্পাদক পদে ডাঃ এম এম সেলিম হোসাইন প্রাইম আনারস মার্কা প্রতিকে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ কুদ্দুছ আম মার্কা প্রতিকে ৬৮ ভোট পেয়ে পরাজিত হন।
সাধারণ সদস্য পদে  আব্দুল মান্নান মোরগ মার্কা প্রতিকে ১৭৯ ভোট পেয়ে ১ম স্থান,শাহজাহান মিন্টু হাস মার্কা প্রতিকে ১৫৪ ভোটে ২য় স্থান, সহিদ উল্যা কলস মার্কা প্রতিকে ১৪৭ ভোটে ৩য় স্থান, শাহীন আলম বাঘ মার্কা প্রতিকে ১২৩ ভোটে ৪র্থ স্থান লাভ করেন এছাড়াও  শাহ আলম হরিন মার্কা প্রতিকে ১০৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে শেখ রাজু, আঃ মান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে নুরুল আমিন খোকন, কোষাধ্যক্ষ পদে আঃ রশিদ, ক্রিড়া সম্পাদক পদে বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক পদে টিপু সুলতান নির্বাচিত হয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages