রামগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 24 April 2024

রামগঞ্জে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়


রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায়। প্রবা ফটো

অনাবৃষ্টি, তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির আশায় লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসতিসকার নামাজ আদায় করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রামগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাসস্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করে মুসল্লিরা।

নামাজ শেষে মহান আল্লাহর নিকট  সকল প্রকার  ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করে মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলেমেদীন বালুয়াচৌমুহনী ফয়েজেআম আলিম মাদ্রাসার প্রভাষক আমিনুল ইসলাম মুকুল।

প্রভাষক আমিনুল ইসলাম মুকুল বলেন, ‘আমরা পুরোপুরি সুন্নত পালন করেছি। সেজন্য সালাতুল ইসতিসকা আদায় করেছি। দোয়া করে ক্ষমাপ্রার্থনা করেছি। আল্লাহ যেন আমাদের মাফ করে বৃষ্টি দেন সে আশায়।’

তিনি বলেন, গত কয়েক দিনে অসহনীয় গরম পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। দোয়ায় অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages