রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষীপুরের রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ মঙ্গলবার গভীর রাতে পানপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে লামচর ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর পুত্র ফয়েজ আহমেদকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এসআই আ: আলীম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে লক্ষীপুর আদালতে প্রেরন করে। তবে ফয়েজ আহমেদের বড় ভাই ওমর ফারুক বলেন স্বার্থান্বেষী মহল ইয়াবা দিয়ে আমার ভাইকে ফাঁসিয়েছে।
থানা সুত্রে জানায়, লক্ষীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া বাজারস্থ ফারুক স্টোরের সামনে লামচর ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর পুত্র ফয়েজ আহমেদ ইয়াবা পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আঃ আলীম ফোর্স নিয়ে তাকে বিশ পিচ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। মোহাম্মদিয়া বাজার তদন্ত কেন্দ্রের আইসি মোঃ মমিনুল হক বলেন,রামগঞ্জ থানার ওসি এমদাদুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়েজকে গ্রেফতার করেছে। এব্যাপারে জানতে চাইলে মোহাম্মদ উল্যাহর আরেক পুত্র ওমর ফারুক সাংবাদিকদের জানান,পানপাড়া বাজারে আমাদের সম্পত্তিতে বহুতল মার্কেট নির্মান কাজ চলছে। এই মাকেট নির্মানকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানা ভাবে হয়রানী এবং ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। আমাদের পরিবারকে সামাজিক ভাবে হেয় করতে ছোট ভাই ফয়েজ আহমেদকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে।
No comments:
Post a Comment