রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
সন্ত্রাসী হামলায় নিহত জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডের মূল হোতা পরিকল্পনাকারী সাদুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ফাঁসির দাবিতে ১৮জুন সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রহমত উল্যা পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোরাব হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু তাহের, সহসভাপতি হালিম খান লিটন, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, সাবেক সাধারন সম্পাদক মোঃ কাউছার হোসেন, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু,অর্থ সম্পাদক মোঃ রাজু হোসেন, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী,পারভেজ হোসেন, মোঃ শাহ আলম সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সাগর রুনির মত যেনো নাদিমের বিচার বিচার প্রক্রিয়া নিয়ে কোন প্রহসন না হয়। এজন্য অবিলম্বে নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী কিলিং মিশনে অংশ নেওয়া জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাদুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।
No comments:
Post a Comment