রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার হাজীরপাড়া গ্রামে সোমবার দুপুরে জেল থেকে জামিনে এসে প্রতিপক্ষের লোকজন দিনমজুর আব্বাস আলীর বসতঘর ভাংচুর,ফলজ গাছ কেটে নেওয়ায় ও পোষা কবুতরের ঘর ভাংচুর ও লুট মেরে করার অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট ঘটনা মামলার প্রস্তুতি চলছে।
সুত্রে জানায়,উপজেলার হাজীরপাড়া গ্রামের হামীদ আলী বেপারী বাড়ির দিনমজুর আব্বাস আলীর সাথে একই বাড়ির আবদুল মতিন, রুবেল ও বাচ্চু গং দের দীর্ঘ দিন যাবত সম্পত্তি সংক্রান্ত বিরোধ ও একাধিক মামলা চলে আসছে। আব্বাস আলীর দায়ের করা মামলায় রুবেল ও বাচ্চু ১৯ মে গ্রেফতার হয়ে জেল হাজতে যায় এবং রোববার বিকেলে জামিনে আসে। মামলার বাদী আব্বাস আলী বলেন,রোববার বিকেলে জামিনে এসে আসামীরা নানা ভাবে হুমকি ধমকি দেয় এবং সোমবার দুপুরের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমার বসতঘরের দরজা জানালা এলোপাতাড়ি কুপিয়ে এবং আমার স্ত্রী পরানী বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে কয়েকটি ফলজ গাছ কেটে নিয়ে যায়। একই সময় তারা আমার পালিত কবুতর ঘর ভাংচুর করে কবুতর নিয়ে যায়। এব্যাপারে বারবার জানার চেষ্টা করেও অভিযুক্ত কাউকে পাওয়ায় যায়নি। স্থানীয় মেম্বার মিজানুর রহমান কাজী বলেন, সীমানার গাছ কেটে ফেলা হয় যাহা আবদুল মতিন গং দের মোটেও ঠিক হয়নি।
No comments:
Post a Comment