লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কর্মচারীদের আক্রোশের শিকার সাইফিয়া দরবার শরীফ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday, 2 November 2022

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ কর্মচারীদের আক্রোশের শিকার সাইফিয়া দরবার শরীফ



নিজস্ব প্রতিবেদক ঃ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের আক্রোশের শিকার হয়ে লক্ষ্মীপুরে  ঐতিহ্যবাহী সাইফিয়া দরবার শরীফ ও তার আওতাধীন প্রতিষ্ঠান গুলো  অন্ধকারে। এতিমখানার শিশু, আলিম মাদ্রাসার শিক্ষক ছাত্র-ছাত্রী, দরবার শরীফে আগত সেবা প্রত্যাশী, বসতবাড়ির নারী শিশু, পোল্ট্রি ফার্ম, ডেইরী ফার্ম, মসজিদের মুসল্লীসহ সবাই বিদ্যুতের অভাবে কষ্ট পাচ্ছে। ১ লা নভেম্বর মঙ্গলবার, দরবার শরীফের নির্দিষ্ট পার্কিং স্থানে মোটর সাইকেল না রেখে নিরাপত্তা কর্মীদের অনুরোধকে তুচ্ছ করে দরবার শরীফের ভিতরে মোটরসাইকেল নিয়ে ডুকে পড়ে বিদ্যুতের মিটার রিডার ও এজিএম সদস্য এলমান শাহ। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে বাক্ বিতন্ডায় লিপ্ত হয়ে তারা পুলিশকে খবর দেয়। সৃষ্ট ঘটনায় দরবার শরীফের আলিয়া মাদ্রাসায়  উভয় পক্ষের সাথে বৈঠক করে পুলিশের এস আই মোবারক। এতে নিরাপত্তা কর্মীরা দুঃখ প্রকাশ করেন এবং  বিদ্যুৎকর্মীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ভুল বুঝাবুঝি হবে না বলে অঙ্গীকার করেন। তারপরও আক্রোশের বশবতী হয়ে দরবার শরীফ ও তৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। লক্ষ্মীপুরে বিদ্যুৎ কর্মীদের দূবর্যবহার পুরনো। অনৈতিক অর্থদাবী, মানুষকে হয়রানি, সংযোগ প্রদানে অতিরিক্ত অর্থ আদায় তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা । পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনায় মানুষের মৃত্যুর ঘটনারও বিস্তর অভিযোগ রয়েছে। কথায় কথায় মানুষকে ডিসি, এসপির ভয় দেখিয়ে তারা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুতের জি এম বলেন, ডিসি মহোদয়ের নির্দেশে দরবার শরীফের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তিনি নির্দেশ দিলে আবারও সংযোগ দেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages