রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টায় বকশি বাজার এলাকায়৷
জানা যায়, তছলিম মোল্লা বাড়ি যাওয়ার সময় বকসী বাজার নামক স্থানে এলে ৪ থেকে ৫জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে দেশীয় অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে৷ তবে স্থানীয় কয়েকজন জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করে৷
এ ব্যাপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন সহ রামগঞ্জ উপজেলা ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তছলিম মোল্লার উপর হামলাকারী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী করে তাঁর ও ইউনিয়ন পরিষদের ফেইসবুকে ওয়ালে স্ট্যাস্টাস দেন।
রামগঞ্জ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন এর রামগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ ইযাছিন আলম বলেন, ১নং যুগ্ম আহবায়ক রেজাউল করিম তছলিম মোল্লা ভাইকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক যখম করে। আমরা বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হামলাকালী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবী জানান।
No comments:
Post a Comment