রামগঞ্জের করপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত‍্যু - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 1 April 2021

রামগঞ্জের করপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত‍্যু



রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নভুক্ত পশ্চিম করপাড়া মোল্লা বাড়ির সৌদি প্রবাসী মোঃ ফারক মোল্লা ও কাজল বেগমের দুই ছেলের মধ‍্যে ছোট ছেলে মোঃ রায়হান হোসেন (৪) বৃহস্পতিবার ১ এপ্রিল সকাল ১১ টার দিকে বাড়ির পুকুরে ডুবে মারা যায়।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকালে কাজল বেগম ছেলে রায়হানকে নিয়ে আন্দিরপাড় বাজারে নিয়ে যায় চুল কাটানোর জন‍্য। সেখান থেকে ফিরে কাজল বেগম ছেলে সহ নাস্তা করতে ঘরের ভিতরেই অবস্থান করেন। এরই কোনোও এক ফাঁকে ছোট্ট শিশু রায়হান ঘর হতে বের হয়ে যায়। ছেলেকে গোসল করাবেন এই খেয়ালে কিছুক্ষণ পর কাজল বেগম শিশুটিকে খুঁজতে থাকেন। কোথাও খুঁজে না পেয়ে চিৎকার দিতে থাকেন। পরে বাড়ির ও আশেপাশের লোকজন চারিদিকে খুঁজে না পেয়ে বাড়ির পুকুরে নামেন। সেখানেই ডুবন্ত অবস্থায় শিশু রায়হানকে মৃত অবস্থায় পাওয়া যায়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages