বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে তিনি বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে বলে জানা গেছে। তার অক্সিজেন লেবেল কমে যাওয়ায় তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়েছে।
১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ হওয়ার পর ১৭ মার্চ থেকে তিনি স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দলীয় সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।
No comments:
Post a Comment