রামগঞ্জের বীরেন্দ খালের উপর অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 1 April 2021

রামগঞ্জের বীরেন্দ খালের উপর অবৈধ স্থাপনা ৭ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ



 নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহাসিক বীরেন্দ খাল দখল মুক্ত করতে খালের উপর দীর্ঘদিন থেকে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য দখলদারদেরকে নোটিশ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক৷ গত ২৯/৩/২০২১ তারিখে প্রেরিত নোটিশে আগামী সাতদিনের মধ্যে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে তাদের মালামাল  সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
অন্যথায়  প্রশাসন আগামী ৮ তারিখে পর থেকে যে কোন সময় উচ্ছেদ কাজ পরিচালনা করবে বলে উল্লেখ করেন ৷ 
অবৈধ দখলদারদের নিকট পৌছলে তারা উদ্বিগ্ন হয়ে উঠে৷ এতে কৃষকেরা উল্লাসীত কারন অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে এ অঞ্চলে কৃষি উৎপাদন কয়েক গুন বেড়ে যাবে।  সাধারন জনগনকে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়৷ 
সুত্রে জানাযায়,  অবৈধ দখলদাররা ব্যবসা করার 
 জন্য, শর্ত সাপেক্ষে এক বছরের জন্য  লিজ নেয়৷ পরবর্তিতে তারা তাদের বাপ দাদার সম্পত্তির মত লিজের সকল শর্ত ভঙ্গ করে পুরো খাল দখল করে ইমারত নির্মান করে ব্যবসা ও বসবাস করে আসছে৷ ফলে প্রবাহমান ঐতিহাসিক এ বীরেন্দ খালটি মরা খালে পরিনত হয়৷ এতে মানুষ জলাবদ্ধতা ও কৃষিকাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে৷ প্রশাসনের এমন উদ্যোগ এলাকাবাসী  সাধুবাদ জানিয়ে  দ্রুত তা কার্যকর করা জোর দাবী করেন৷ 
ব্যবসায়ীরা  অনেকেই  প্রশাসনের এমন সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়ে৷ এ সময় অনেক ব্যবসায়ী  জানান, আমরা বেশীর ভাগ  ভাড়াটিয়া ব্যবসায়ী৷ তাই আমাদের অন্য কোথাও ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর   করার পর্যন্ত সময় দেওয়া জন্য আমরা  জোর দাবী জানাই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages