রামগঞ্জে শ্বাশুড়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পূত্রবধু আটক - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 22 April 2021

রামগঞ্জে শ্বাশুড়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পূত্রবধু আটক



রামগঞ্জ( লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুর নোয়াবাড়িতে  পারিবারিক কলহের জের ধরে শ্বাশুড়ী রহিমা বেগম(৬০) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে পূত্রবধু তাহমিনা আক্তার (২৫)কে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতার মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে শ্বাশুড়ী রহিমা বেগম ও পূত্রবধু তাহমিনা আক্তারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। এ নিয়ে বুধবার রাতে শ্বাশুড়ী ও পূত্রবধুর সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে কথাকাটিও হয় দুইজনের মধ্যে। এরপর নিজ রুমে ঘুমিয়ে পড়েন শ্বাশুড়ী।

 পরে রাতে শ্বাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা করে  পূত্রবধু চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন এসে দরজা খুলতে না পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পূত্রবধুকে আটক করে। নিহত শ্বাশুড়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্য মো. আনোয়ার হোসেন জানান, শ্বাশুড়ীকে হত্যা করার অভিযোগে পূত্রবধুকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages