রামগঞ্জ(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস পরিস্থিতির এক বছর পার হয়ে আবারও দ্রুতই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ অবস্থায় জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতসহ কঠোর স্বাস্থ্যবিধি মানাতে আবারও উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ তাই রামগঞ্জ থানা পুলিশ আজ রবিবার (২১ মার্চ ২০২১) সকাল ১০ টায় মাঠে নামছে ।
তবে আপাতত বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠপর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক ও জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
'মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচীর আওতায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করতে চায়।
এইসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্পিনা রানী প্রামাণিক সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল,রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, ওসি তদন্ত কার্তিক বিশ্বাস, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মোস্তান, সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, সহ সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, অর্থ সম্পাদক আবু তাহের,সদস্য এমরান হোসেন রজন প্রমূখ।
No comments:
Post a Comment