নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আথাকরা গ্রামের মৃত আবদুর রহিমের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহয়তা করলেন রামগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দু।
সোমবার (১৫ মার্চ) বিকাল বেলা রামগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মৃত আবদুর রহিমের পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন।
আবদুর রহিম গত শনিবার (১২ মার্চ) হ্রদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরন করেন।
মৃত আবদুর রহিম ছিলেন ৯ নং ভোলাকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আথাকরা যুবদলের সহ-সভাপতি। প্রতিবন্ধী এক সন্তানসহ চার সন্তান রেখে তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের সার্বিক সহযোগিতায় নিত্যপ্রয়োজনী পন্যসামগ্রী নিয়ে নিহতের পরিবারের পাশে দাঁড়ান। তারই সাথে সাথে সমাজের ধনাট্য ব্যাক্তিদের নিজেদের সাধ্য অনুযায়ী নিহতের পরিবারের মাঝে সহযোগিতার করার আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ, রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন কানন, সাবেক সহ- সভাপতি টিপু সুলতান ভূঁইয়া, সাবেক খোরশেদ রাব্বানী, রামগঞ্জ পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবদুর ছাত্তার মজুমদার, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, রামগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এমরান হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক দুলাল পাটওয়ারী, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইউনুছ, রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মিজান ভূঁইয়া, পৌর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি খোকন গাজী, ৮ নং করপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজু পাটওয়ারী, ৮ নং যুবদলের মাসুদ, ৫ নং ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল, নজরুল, আমিন হোসেন নিলসহ রামগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নের্তৃবৃন্দু।
No comments:
Post a Comment