মা হারা বিড়ালছানাকে দুধ খাইয়ে বড় করে তুলছে কুকুর - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 9 February 2021

মা হারা বিড়ালছানাকে দুধ খাইয়ে বড় করে তুলছে কুকুর


নিউজ ডেস্ক :: কুকুর আর বিড়ালের চির শত্রু হলেও সেই শত্রুতার অবসান ঘটিয়েছে একটি পোষা কুকুর ও একটি বেওয়ারিশ বিড়াল ছানা। একটি পোষা কুকুর প্রকৃতির নিয়ম ভেঙে বিড়াল ছানাটিকে মায়ের আদরে দুধ পান করিয়ে ধীরে ধীরে বড় করে তুলছে। এমন দৃশ্য দেখা যায় রোববার রাত ৯ টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাত গভীর হলেই হাসপাতালের সামনে ছোট্ট একটি চায়ের দোকানের পাশে আবস্থান নিতে দেখা যায় একটি পোষা কুকুর ও একটি বিড়ালছানাকে। মায়ের আদরে আগলে রেখে বিড়াল ছানাটিকে দুধ খাওয়াচ্ছে ওই কুকুরটি। বিড়ালছানাটিও বেওয়ারিশ। সন্ধান নেই মা বিড়ালটির। রীতিমত কুকুরটির দুধ পান করেই বেড়ে উঠেছে ওই বিড়াল ছানাটি। মায়া-মমতা সবকিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। বিড়ালছানাটিও অনায়াসে দুধ পান করছে কুকুরটির।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages