একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের দুটি জানাজা বিকেলে অনুষ্ঠিত হবে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) আসরের আগে রাজধানীর নারিন্দায় পীর সাহেবের বাড়িতে প্রথম ও সূত্রাপুর মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর বা জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামানের ভাই হাজী সোলায়মান জামান রতন। তিনি জানান, প্রথম জানাজা নারিন্দায় পীর সাহেবের বাড়িতে হবে। আর দ্বিতীয় জানাজা বাদ আসর সূত্রাপুর মসজিদে হবে। এটিএম শামসুজ্জামানের মরদেহ জুরাইন বা আজিমপুর কবরস্থানে দাফন করার চিন্তা করা হচ্ছে। তবে জুরাইনে দফনের সম্ভাবনা বেশি।
এর আগে সকাল ৯টা ৬ মিনিটে এটিএম শামসুজ্জামান রাজধানীর সূত্রাপুরের নিজ বাসভবনে মারা যান। অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা।
No comments:
Post a Comment