নাগরপুরে অবৈধ ট্রলি গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 5 December 2020

নাগরপুরে অবৈধ ট্রলি গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৫




মোঃ আব্দুর রাজ্জাক রাজা   নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে অবৈধ ট্রলি ট্রাক্টরের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। 

শনিবার(৫ ডিসেম্বর),উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সকাল ১১ ঘটিকার সময় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা সংগঠিত হয়।

সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন,উপজেলার চাষা ভাদ্রা গ্রামের আব্দুল মজিদের ছেলে সেন্টু( ৩২) এবং আহতরা হলেন দৌলতপুর উপজেলার শহি উদ্দিনের ছেলে রফিক(৩৫),সমেজ উদ্দিনের ছেলে কাবিল(৩২),ঘিওর উপজেলার নূর ওসমানের ছেলে পলাশ (২৪); টাংগাইল সদর থানার অরবিন্দির ছেলে অমিত এবং একজন বৃদ্ধা  হেমন্তী(৬০)। 

নাগরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। এর মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হলে তাদের টাংগাইল জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য,নাগরপুরে অবৈধভাবে কয়েকশ ট্রলি গাড়ি বিভিন্ন রাস্তায় বেপরোয়াভাবে প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে চলাচল করে।সপ্তাহ খানেক আগেও এ অবৈধ ট্রলি গাড়ি এক শিশুর প্রাণ কেড়ে নেয়।

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক(তদন্ত) বাহালুল খান বাহার  সাংবাদিকদের বলেন, এ ট্রলি গাড়ির রাস্তায় চলাচলে সরকারি কোন অনুমোদন নেই।দ্রুত এ অবৈধ ট্রলির বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages