মজিবুল হক মজিব চেয়ারম্যান সংবাদ কর্মীদের জানান,
Ramgonj news এবং করপাড়া নিউজ নামে প্যাক আইডি থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা,বানোয়াট তথ্য দিয়ে একটি স্বার্থনেষী মহল অপপ্রচার চালাচ্ছে। যাহা বিগত 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেও চালানো হয়েছিল। নির্বাচন আসলেই আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালানো হয়।আমি এই মিথ্যে,বানোয়াট ও এই অপপ্রচার বিরুদ্ধে দৃঢ়তার সাথে প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।এই অপপ্রচার চালিয়ে আমাকে দাবিয়ে রাখতে পারবেন না,করপাড়া ইউনিয়ন বাসীকে নিয়ে আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছি ও যাবো ইনশালাল্লাহ ।
যাহারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন।শীঘ্রই আমি আইনগত ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের সহযোগিতায় চাইব।আমার পরিকল্পনা ছিল করপাড়া ইউনিয়নের জনগণকে পাশে নিয়ে বসবাসের শান্তি প্রতিষ্ঠা করা আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করপাড়া বাসী কে সাথে নিয়ে নরক পাড়াকে আজ শান্তির পাড়ার ইউনিয়ন উপহার দিতে পেরেছি।আগামী দিনেও আমি করপাড়া বাসিকে সাথে নিয়ে কাজ করবো। তাই প্রিয় করপাড়া ইউনিয়ন বাসী কে অনুরোধ করবো বিভ্রান্ত না হয়ে আপনারা সজাগ থাকুন। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি আমীন ।
No comments:
Post a Comment