রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কলচমা গ্রামের এবাদুল্লাহ মুন্সি বাড়ির আবু নাসেরের গোয়ালঘরে একই বাড়ির নুর হোসেন, নুর নবী, শাহাদাত হোসেন ও বহিরাগত লোকজন নিয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ টায় হামলা চালিয়ে ভাঙচুর করে এতে গোয়াল ঘরটির সামনের অংশ ভাঙচুর করে এবং হামলাকারীদের হামলায় ঘরে থাকা গরুটির পাও ভেঙ্গে গরুটি আহত হয়।
আবু নাসের ও তার মা আমেনা বেগম বলেন, নুর হোসেন এর পূর্বেই তার বসত ঘর করার সময় জোরপূর্বক আমাদের জায়গায় ৩ ফুট প্রবেশ করে ঘর নির্মান করে। গত দুই মাস পূর্বে আমরা আমাদের জায়গায় গোয়ালঘর নির্মানের পর থেকেই সে এবং তার লোকজন আমাদের বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে। গোয়ালঘরটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য এরই সূত্র ধরে আজ সকালে তারা লোকজন নিয়ে আমাদের গরু ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে এ সময় গরুর পায়ে আঘাত লেগে গরুটিও আহত হয়।
এ ব্যাপারে অভিযুক্ত নূর হোসেন জানান, হামলার বিষয়টি সঠিক নয় আমি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর বরাবর অভিযোগ দায়ের করলে তিনি সরোজমিনে এসে গোপালঘর সরিয়ে নেওয়ার জন্য বলে যায় তাই পরিকল্পিতভাবে তারা নিজেরাই নাটক সাজিয়েছে।
No comments:
Post a Comment