টাঙ্গাইল প্রতিনিধি ঃ
ছেলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে আশ্রয় নিয়েছে নানির বাসায়। খবর পেয়ে সেখান যান বাবা-মা। এসময় ছেলে তাদের বলে, ‘আমি আর মাদ্রাসায় যাবো না’। বাবা কারণ জানতে চাইলে সে বলে, ‘হুজুররা আমার সঙ্গে খারাপ কাজ করে। আমাকে যদি আবার মাদ্রাসায় পাঠাও তাহলে আমি ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব’।
কথাগুলো বলছিলেন মাদ্রাসায় হুজুরের বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক। পরে বিষয়টি তিনি থানায় জানালে অভিযুক্ত দুই শিক্ষককে আটক করে পুলিশ।
No comments:
Post a Comment