রামগঞ্জে গ্রামপুলিশ অহিদ উল্যাহকে পুরস্কৃত করলেন ওসি আনোয়ার হোসেন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 1 October 2020

রামগঞ্জে গ্রামপুলিশ অহিদ উল্যাহকে পুরস্কৃত করলেন ওসি আনোয়ার হোসেন

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি   ঃ
রামগঞ্জ থানায়  গ্রামপুলিশ(চৌকিদার) অহিদ উল্লাহকে পুরস্কার প্রদান রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। 
আজ বৃহস্পতিবার( ১ অক্টোবর ২০২০) চৌকিদারী প্যারেড অনুশীলন হয়,, এতে চৌকিদার/দফাদার দের অপরাধ প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করতঃ সাজাপ্রাপ্ত অাসামী গেপ্তার সহ বিভিন্ন অাসামী গেপ্তারে থানা পুলিশকে সার্বিক সহযোগিতা করা ভাল কাজের স্বীকৃতি স্বরুপ গ্রাম পুলিশ অহিদ উল্লাহ কে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন - রামগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ অানোয়ার হোসেন। সকল চৌকিদার ও দফাদারকে নিজ নিজ গ্রামে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য বলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages