আজ ৪ই সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব জাতীয় শ্রমিক লীগ, নাচোল কার্যালয়ে পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমামদের নিয়ে মতবিনিময় সভা করলেন নাচোল পৌরসভার মেয়র প্রার্থী রয়েল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকবৃন্দ। আলোচনায় নাচোল পৌরসভার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরা হয়।
মেয়র প্রার্থী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস বলেন, আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামীতে একটি পরিচ্ছন্ন ও পরিপাটি পৌরসভা উপহার দিতে পারবো। এই আলোচনার মধ্য দিয়েই তিনি আগামী পৌর নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment