ওমানে ভাগ্নের হাতে চট্টগ্রামের দুই সহোদর খুন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 26 September 2020

ওমানে ভাগ্নের হাতে চট্টগ্রামের দুই সহোদর খুন


নিউজ ডেস্কঃ   
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভাগিনার হাতে খুন হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুই সহোদর। ঘুমন্ত অবস্থায় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ। তারা হলেন- মো. জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওমানের ইবরি প্রদেশে এ লোমহর্ষক ঘটনা ঘটে। এ খবর গত শুক্রবার দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম শুরু হয়। নিহত দুই ভাই বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদ-ী মনুপাড়ার সামশুল আলমের ছেলে। এ ঘটনায় নিহতদের ভাগিনা মো. জাবেদকে আটক করেছে ওমান রয়্যাল পুলিশ। নিহতদের চাচাতো ভাই পেয়ার মুহাম্মদ বলেন, জানে আলম ও হাবিব ওমানের ইবরি প্রদেশে গ্রিল ওয়ার্কশপের ব্যবসা করতেন। দোকানে কর্মচারী হিসেবে খালাতো বোনের ছেলে শাকপুরার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার জহির আহমদের ছেলে মো. জাবেদকে ওমানে নিয়ে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় জাবেদ হাবিবকে গলা কেটে হত্যা করে। তার পাশে ঘুমিয়ে থাকা জানে আলম জেগে গেলে তাকেও হত্যা করে সে। এ সময় রুমে থাকা পাঁচ-ছয়জন আহত হন। খবর পেয়ে ওমান রয়্যাল পুলিশ রুমে থাকা তিন কর্মচারী ও ঘাতক জাবেদকে আটক করে। নিহত জানে আলম তিন মেয়ে এবং হাবিব এক ছেলে ও এক মেয়ের জনক। এ ঘটনায় বোয়ালখালীতে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে। জানে আলম ও হাবিবের মা রূপা আকতার দুই সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন। তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages