ভূঞাপুরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday, 30 August 2020

ভূঞাপুরে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন



টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলে ভূঞাপুরে নিকরাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 

তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ছোট মনির, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গ। 

বীর মুক্তিযোদ্ধা মো. আলী মন্ডল আজ শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।দুপুর ২টা ২০ মিনিটে উপজেল সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। 

পরে নিজ গ্রামে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মাটিকাটা কবরস্থানে তাকে দাফন করা হয়।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages