রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি :
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন আহত হয়।এ ঘটনায় ভুক্তভোগী বাবুল মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
২৯ আগষ্ট শনিবার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামের জান্নাত পাটোয়ারী বাড়িতে এঘটনা ঘটে।
আহতরা রামগঞ্জ সরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুত্রে জানাযায়, জান্নাত পাটোয়ারী বাড়ির বাবুল মিয়া ও একই বাড়ির বাচ্চু মিয়ার সাথে সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে । এরই সুত্র ধরে শনিবার রাতে বাচ্ছু মিয়ার ছেলে তারেকে নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বাবুল মিয়া ও তার ভাইদের উপর হামলা চালায়। এসময় মাসুদ আলম (৩৫) আঃরহিম (৩০) নয়ন বেগম(২৮) সাথী বেগম(২২) রীতা বেগম(৪০)নুপুর (২০)সহ ১০ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তারেক ও মাসুদকে আটক করে পুলিশ।
No comments:
Post a Comment