নিজস্ব প্রতিবেদক ;
পটুয়াখালী পৌর শহরের গোরস্থান রোড এলাকায় আবাসিক হোটেল সাউথ কিংয়ের একটি কক্ষ থেকে পিংকি (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাহাত নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও হোটেল সূত্র জানায়, রাহাত ও পিংকির বাড়ী খুলনার খালিশপুর এলাকায়। স্বামী-স্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার সকালে রাহাত ও পিংকি হোটেলের একটি কক্ষে ওঠেন। শুক্রবার সকালে রাহাত নাস্তা আনতে বাইরে গেলে রুমের সামনে এসে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় খবর দেয়া হয় থানা পুলিশকে। পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে পিংকির ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পটুয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
No comments:
Post a Comment