রামগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার! ছিনতাইকৃত মটর সাইকেল ও মোবাইল উদ্ধার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 23 July 2020

রামগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার! ছিনতাইকৃত মটর সাইকেল ও মোবাইল উদ্ধার



রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি  ঃ 
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার  রামগঞ্জ মডেল কলেজের অধ্যাপক সমর দাস গত ১৭ই জুলাই ভোরে রামগঞ্জ আসার সময়   বালুয়া চৌমুহনী ব্র্যাক অফিসের সামনে এসে পৌঁছলেই হঠাৎ মুখোশধারী ৪জন ছিনতাইকারী অাটকাইয়া অস্রের ভয় দেখাইয়া মটর সাইকেল,মোবাইল ,নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

এতে অধ্যাপক সমর দাস অজ্ঞাত চার জনের বিরুদ্ধে একটি  এজাহার দায়ের করলে।
রামগঞ্জ থানা পুলিশ  বিশেষ অভিযান পরিচালনায় নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আমকি গ্রামের লোকমান হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) নামের ছিনতাইকারীকে গতকাল বুধবার  গ্রেফতার করতে সক্ষম হয়।

ঐ সময় ছিনতাইকারী রাকিবের হেফাজত হইতে ছিনতাইকৃত মটর সাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয়। 
জিঙ্গাসাবাদে সে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়া তার সহযোগী অাসামীদের নাম স্বীকার করে।

 ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের  নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক  ফজলুল হকের নেতৃত্বে এসঅাই মহসিন চৌধুরী,এসঅাই অাঃ হান্নান,এএসঅাই মামুন,এএসঅাই সোহরাব হোসেন চাটখিল ও সোনাইমুড়ী থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দেওয়া ছিনতাইকারী ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।  
রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages