নাগরপুরে কর্মহীন ২৫০ অটোরিকশা চালক পেল ত্রাণ সহায়তা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 8 May 2020

নাগরপুরে কর্মহীন ২৫০ অটোরিকশা চালক পেল ত্রাণ সহায়তা



মোঃ আব্দুর রাজ্জাক রাজা  নাগরপুর,টাংগাইল প্রতিনিধি,টাংগাইলের নাগরপুরে চলমান করোনা পরিস্থিতিতে অটোরিকশা চালকেরা কর্মহীন হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়া ২৫০ জন চালকের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

৮ মে ২০২০,উপজেলার যদুনাথ ময়দানে(হাসপাতাল মাঠ) চালকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। 

এ সময় সৈয়দ ফয়েজুল বলেন,
দেশের এই ক্লান্তিলগ্নে মেহনতি মানুষের মাঝে থাকতে হবে। করোনা ভাইরাসের সময় দেশে মানুষ গৃহবন্ধী জীবন যাপন করছে। তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।আজকে করোনায় কর্মহীন হয়ে পড়া ২৫০ অটোরিকশা চালকের সরকারি খাদ্য সামগ্রী প্রদান করা হল।আল্লাহ যেন সবাইকে এ মহামারী করোনা থেকে রক্ষা করে, সে দোয়া করতে হবে। মানুষ যেন সরকারের ঘোষণা মান্য করে আপাতত নিজ নিজ বাড়ি, বাসায় অবস্থান করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক শাহালম মিয়া,গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages