নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 6 May 2020

নাগরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান



মোঃ আব্দুর রাজ্জাক রাজা  নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিন মসরুর এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।

 জনাব তারিন মসরুর এ সময়ে সাংবাদিকদের জানান, রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি থেকে জনসাধারণকে বিরত রাখতে আজ ৬  মে ২০২০, বারাপুষা, কাঠুরি, দুয়াজানি সহ সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মূল্যতালিকা না থাকা, ধার্যমূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, দোকানের সামনে নূন্যতম সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারা ইত্যাদি কারণে ১২ জন।ব্যবসায়ী ও আইন অমান্য করে মোটরবাইকে তিনজন উঠানোয়ু ০৩ জন মোটরবাইক চালককে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এবং "দন্ডবিধি,১৮৬০" এর বিভিন্ন ধারায় মোট ১৫ টি মামলার মাধ্যমে ৫৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান এ অভিযান চলমান থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages