লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা ঃ লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলার চর আলগী ইউনিয়নের উত্তর চর সেকান্তর এলাকা থেকে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আলেয়া বেগম (২০) নামে এক যুবতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আলেয়া বেগম ওই এলাকার আলী আহম্মদের মেয়ে। গাছে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
No comments:
Post a Comment