ইসমাইল হোসেন
এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে সুবিধা বঞ্চিত অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন ছাত্রনেতা শাহরিয়ার ইমন।
আজ রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের এনায়েতপুরে জালালপুর ইউনিয়নে নিজ এলাকায় জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম এর উপস্থিতিতে ৩০০জন পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে ০১ কেজি মুড়ি ও খেজুর।
এনায়েতপুর থানা ছাত্রদলের (সাবেক) যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার ইমন বলেন, ক্ষমতাসীন দলের ত্রাণসামগ্রী বিশেষ গোষ্ঠীর জন্য বরাদ্দ যা তৃণমূলের বিরাট অংশ বঞ্চিত। এসকল অসহায় মানুষের পাশে বিরোধী দলেরও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিশেষ ভুমিকা রাখা প্রয়োজন যা অদ্যাবধি এনায়েতপুর থানা বিএনপির মাঝে চোখে পড়ার মত কোন দৃশ্য পরিলক্ষিত হয়নি। তাই আমার ক্ষুদ্র প্রয়াসে ব্যক্তিগত উদ্যোগে বিএনপির ভাইস-প্রেসিডেন্ট তারেক রহমানের ঘোষিত অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেই।
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানও তিনি ।
জেলা বিএনপির উপদেষ্টা আঃ সালাম, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম উকিল, বিএনপি নেতা সাবেক চেয়্যারমান একেএম আজাদ চৌধুরী, ওসমান গনি সাবেক যুগ্ম সম্পাদক থানা বিএনপি, নজির মেম্বার সাবেক যুগ্ম আহবায়ক থানা কৃষক দল, আঃ ছালাম মেম্বার, এ্যাড: দুলাল, জাহাঙ্গীর মীর, যুবনেতা বাবুল আক্তার বসির, হেলাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।।
No comments:
Post a Comment