রামগঞ্জে চেয়ারম্যানের অষম বন্টনে এলাকাবাসীর ক্ষোভ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 31 March 2020

রামগঞ্জে চেয়ারম্যানের অষম বন্টনে এলাকাবাসীর ক্ষোভ




লক্ষ্মীপুরের রামগঞ্জ  উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মিঠুর অষম বন্টনে কর্মহীন মানুষগুলো বঞ্চিত হচ্ছে তাহাদের ন্যায্য অধিকার থেকে এনিয়ে এলাকাবাসীর মাঝে  চরম ক্ষোভ বিরাজ করছে। ইউনিয়নের  ১ নং ওয়ার্ড জয়দেবপুর - কোমরতলা এলাকায়  অধিকাংশ মানুষই দৈনন্দিন কাজ করে জীবীকা নির্বাহ করে আসছে । এই এলাকার মানুষগুলো রামগঞ্জ উপজেলাসহ আশপাশের উপজেলাতে দৈনিক মুজুরীতে সরকারি -বেসরকারি যত প্লাসাইটিং, বল্লি ও স্লাবের কাজ করে থাকে এবং উপজেলার বিভিন্ন এলাকায় ঢালাই ও মাটির কাজগুলি তারাই দৈনিক মুজুরীতে করে থাকে। করোনা ভাইরাস পরিস্থিতিতে লকডাউনের  কারনে আজ তারা আজ কর্মহীন হয়ে অর্ধহারে অনাহারে দিন যাপন করিতেছে। 

কর্মহীন, দুস্থ, গরীব ও অসহায় এসমস্ত  পরিবারের মাঝে এখন পর্যন্ত কোন সেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের  নেতৃবৃন্দ বা কোন জন প্রতিনিধিও আসে নাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  যাহাও সামান্য পরিমাণে কিছু বরাদ্দ এসেছে  তাও 
চেয়ারম্যানের  অষম বন্টনের কারনে   শুধু কোমরতলা গ্রামে ২ জন ও জয়দেবপুর গ্রামের ২ জনকে দেওয়া হয়। 
এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার সোহেল হাওলাদার বলেন, সবসময়ই চেয়ারম্যান অষম বন্টনে এই ওয়ার্ডের জনগণ  কমই পায়।
এব্যাপারে জানতে চেয়ারম্যান আবুল হোসেন মিঠুকে অসংখ্য বার ফোন দিয়েও   পাওয়া যায় নাই।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages