লক্ষ্মীপুরে রাতের আঁধারে বেদেপল্লীতে আ"লীগ নেত্রী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Tuesday 31 March 2020

লক্ষ্মীপুরে রাতের আঁধারে বেদেপল্লীতে আ"লীগ নেত্রী




এস এম বাবর ঃ   করোনা ভাইরাস রোধে লক্ষ্মীপুরে চলমান অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে লক্ষ্মীপুরের বেদেপল্লীর পরিবারগুলোও।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দুই মেয়ে নোবেরা ও নুসাইবাকে সাথে নিয়ে শহরের নির্বাচন কমিশন কার্যালয়ের পিছনে বেধেপল্লীতে হাজীর হলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা রুবিনা ইয়াসমিন লুবনা চৌধুরী।  এসময় তিনি প্রত্যেক বেধে পরিবারের মাজে চাল,ডাল, আলু, তেল, সাবান ও নিরাপত্তা মাস্কসহ ১ সপ্তাহের খাবার বিতরন করেন।

 লুবনা চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সকল কার্যক্রম বন্ধ। অথচ বেদেপল্লীর মানুষগুলো দিনে এনে দিন খায়। করোনার কারণে তাদের সংসার এখন অচল অবস্থা। তাই তাদের পরিবারের বরণপোষণে সামান্য সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 
পর্যায়ক্রমে দিনমজুর পরিবার গুলোর মাঝে এ খাদ্যসহায়তা করা হবে বলে জানান তিনি।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages