রামগঞ্জে শিক্ষার্থীদের জন্য জেব্রা ক্রসিং দেন পুলিশ প্রশাসন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 5 February 2020

রামগঞ্জে শিক্ষার্থীদের জন্য জেব্রা ক্রসিং দেন পুলিশ প্রশাসন


জাকির হোসেন  পাটোয়ারী 
 লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যেগে মঙ্গলবার দিনব্যাপী শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনায় এড়ানো লক্ষে সড়ক ও জনপথ সংলগ্ন বিদ্যালয় গুলোর সামনে সড়কে জেব্রা ক্রসিং দেন। থানা পুলিশের উপপরিদর্শক এসআই মহসিনের চৌধূরীর উদ্যোগে পানিয়ালা উচ্চ বিদ্যালয়, পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরশহরের পশ্চিম আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাই ওয়াই সড়কে জেব্রা ক্রসিং প্রদান করেন। 
নিজহাতে জেব্রা ক্রসিং কাজ করে স্থানীয়দের মাঝে প্রশংসিত হচ্ছে মহসিন চৌধূরী। মহসিন চৌধূরী জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে ঢাকায় ৭১ বাংলা টিভি’র বর্ষপূর্তিতে সাবেক রেলমন্ত্রীর হাত থেকে এওয়ার্ড গ্রহন করেন। পুলিশের আইজিপি পদকও পান এ পুলিশ অফিসার।   

পুলিশ অফিসার মহসিন চৌধূরী জানান থানা অফিসার ইনচার্জ ওসির সহায়তা পেয়ে কমলমতি শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়-যাতায়াত বিদ্যালয় সংলগ্ন বিপদগামী সড়কে জেব্রা ক্রসিং দেওয়ার আশ্বস্থ করেন। উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধূরী জানান দারোগা মহসিন চৌধূরী শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় জেব্রা ক্রসিং সহ কয়েকমাস আগে শতাধিক পথশিশুদের মাঝে স্কুল ড্রেস বিতরণ,নিজহাতে খাবার প্রদান, উপজেলায় কয়েকটি বিধবা ও প্রতিবন্ধীদের বসতঘর নির্মাণ করে পুলিশ প্রশাসনের মাঝে নিজকে প্রশংসিত দাবীদার রাখেন।
থানা অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন আইনশৃংখলা উন্নয়ন পাশাপাশি বিপদগ্রস্থ মানুষের কল্যানে রামগঞ্জ থানা পুলিশ বহু দৃষ্টান্ত দেখিয়েছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages