চাটখিলে বাল্য বিবাহ বন্ধে সহপাঠির বাড়ীতে ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 6 February 2020

চাটখিলে বাল্য বিবাহ বন্ধে সহপাঠির বাড়ীতে ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীতে পড়–য়া ছাত্রী ফারজানার বাল্য বিবাহ বন্ধ করতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
স্কুল থেকে দেড় কিলোমিটার দুরে অবস্থিত ওই ছাত্রীর বাড়ীতে সহপাঠি ছাত্রীরা বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন শ্লোগানসহ (আজ) দুপুর ১ টার দিকে বিক্ষোভ মিছিল করতে করতে যায়। এ সময় তারা ওই ছাত্রীর বাড়ীতে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি), মাহমুদা কুলছুন মনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক সুষমা শারমিন আলপনা, থানা পুলিশসহ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান। ছাত্রীদের বিক্ষোভের মুখে ওই ছাত্রীর পিতাসহ অভিভাবকরা বাড়ী থেকে পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর মা ও নিকট আত্মীয়রা ফারজানাকে ১৮ বছর পূর্ন না হলে বিবাহ দিবে না মর্মে অঙ্গীকার করলে ছাত্রীরা বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে স্কুলে ফিরে যায়।
এ ঘটনায় এলাকায় বাল্য বিবাহের বিরুদ্ধে ব্যাপক সাড়া পড়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages