মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল থেকে:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই সহ অন্যান্য মিষ্টান্ন জাতীয় খাদ্য তৈরি ও অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে খাদ্য তৈরী করে বাজারজাত করার অপরাধে ৫ (ফ্রেব্রুয়ারী) বিকেলে আল মাহীম মিষ্টান্ন ভান্ডার এন্ড সরা দই ঘর প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ হাজার টাকা জরিমানা করেছেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা। তিনি জানান অস্বাস্থ্যকর পরিবেশে দই, মিষ্টি তৈরি এবং মিষ্টির প্যাকেটের গায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মিষ্টি বাজারজাত করায় নিরাপদ খাদ্য আইনের ৫০ ও ৫৩ ধারার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। তিনি আরও জানান এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা মাত্র কয়েক মাসেই মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাল্যবিবাহ, মাদকনিয়ন্ত্রন, অপরাধদমন সহ বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা সহ নানাবিধ উন্নয়নমূলক কাজের জন্য ব্যাপক সুনাম অর্জন করেছেন।
No comments:
Post a Comment