৭২ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 1 February 2020

৭২ বছর বয়সেও মিলেনি বয়স্ক ভাতার কার্ড


মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
বয়স ৭২ বছরের উপরে । সে বয়সের ভারে ন্যূব্জ। চোখেও তেমন দেখেন না, কানেও ভালোভাবে শোনেন না। তোতা মিয়ার  কপালে এখনও পর্যন্ত বয়স্ক ভাতার কার্ড জোটেনি। তোতা মিয়ার  বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মালাউড়ি গ্রামে। তিনি মৃত খোদা বখসের ছেলে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তোতা মিয়ার সংসারে খুবই টানাটানি।
অভাবের তাড়নায় সে মধুপুর থানার মোড়ে রাস্তার ধারে বসে সবজী  বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
তার এই দুরবস্থা এতদিনেও কোনো জনপ্রতিনিধির নজরে আসেনি বিধায় সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় সুবিধা বয়স্ক ভাতা অথবা দরিদ্র হিসেবে কোনো ভাতা বা সুবিধা কখনো পাননি তোতা মিয়া। তোতা মিয়া কান্না বিজড়িত কন্ঠে জানান আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত সরকারী কোন সুযোগ সুবিধা পাইনি।এলাকার বাসিন্দারা বলেন, তোতা মিয়ার ঘরের যে অবস্থা, তাতে বৃষ্টি এলে সবকিছু ভিজে যায়। তোতা মিয়া খুব কষ্টের মাঝে জীবন যাপন করছে বলেও জানান তারা। তারা আরও জানান তোতা মিয়ার সংসার খুবই অভাব অনটনের মধ্যো দিয়ে চলছে এমতাবস্হায় তার বয়স্ক ভাতা সহ সকল প্রকার সরকারী সুযোগ সুবিধার প্রয়োজন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages