নাগরপুরে সরকারী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 1 February 2020

নাগরপুরে সরকারী কলেজের ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন



মোঃ আব্দুর রাজ্জাক রাজা 
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে নাগরপুর সরকারী কলেজের (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১ ফেব্রয়ারী) সকালে সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 
জানা যায়, বর্তমান সরকারের সরকারী কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় নাগরপুর সরকারী কলেজে ২০১৮-১৯ অর্থ বছরে নাগরপুর সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেওয়া হয়। ৭ কোটি ৪৪ লক্ষ ৭শত ৬০ টাকা ব্যায়ে নির্মিত এ ভবনের কার্যাদেশ পান টাঙ্গাইলের এম.এন. এন্ড এম. এস. এইচ. (জে.বি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। আরো জানা যায়, আগামী ১৮ মাসের মধ্যে ভবনের কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর আকতার হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কুশল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মুলতান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমূখ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages