সড়ক দূর্ঘটনায় কমলনগরে এক নারীর মৃত্যু - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 1 February 2020

সড়ক দূর্ঘটনায় কমলনগরে এক নারীর মৃত্যু


শাহাদাত হোসেন সুমন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের
কমলনগরে সড়ক দুর্ঘটনায় বিবি ফাতেমা
(৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলা সদর হাজিরহাট
তালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত
ফাতেমা উপজেলার পাটারীরহাট
এলাকার আবু তাহেরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে
উপজেলার মাতাব্বরহাট এলাকার বাবার
বাড়ি থেকে সিএনজিচালিত
অটোরিক্সার সামনে বসে পাটারীরহাট
এলাকায় স্বামীর বাড়ি যাচ্ছিলেন
ফাতেমা। পথিমধ্যে হাজিরহাট তালপট্টি
এলাকায় অসাবধানতাবশত তিনি
অটোরিক্সা থেকে ছিঁটকে পড়েন। এতে
গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার
করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে
যান। পরে চিকিৎসাধীন অবস্থায়
সেখানেই তার মৃত্যু হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)
মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages