রূপসায় কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 27 February 2020

রূপসায় কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত


রুপসায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার গত ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়নে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা। সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা এ কর্মশালায় সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান পরিদর্শক এম এ বাকী, সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র সরকার। স্বাগত বক্তৃতা করেন খুলনা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক মো. আলী সিদ্দিকী।
 উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, জেলা আওয়ামীলীগ নেতা আ. মজিদ ফকির, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, অধ্যক্ষ আতাহার আলী ফকির, প্রধান শিক্ষক যশোমন্ত ধর, সরোজ কুমার হালদার, ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার চিন্তাপাত্র, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, খান মিজানুর রহামান, হোসাইন আহমেদ, কৃষ্ণ গোপাল সেন, আ: রাজ্জাক শেখ, রাজু আহম্মেদ খান শহিদ, খান আ: জব্বার শিবলী প্রমুখ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages